Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মুশফিক ভাইকে বল করা খুব কঠিন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ১১:৫৫ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ১১:৫৫ AM

bdmorning Image Preview


রাইলি রুশোকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড। পরে মুশফিকুর রহিমকে চাপে ফেলে উইকেট তুলে নেন ঢাকা প্লাটুনের তরুণ পেসার হাসান মাহমুদ। খুলনা টাইগার্সের সেরা দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন ভিন্ন ভিন্ন পরিকল্পনায়।

রুশো স্টাম্পের বাইরের বল খুব ভালো খেলেন। পরিকল্পনা ছিল স্টাম্প-টু-স্টাম্প বোলিং করার। সবদিকে মারতে পারদর্শী মুশফিকের বেলায় ওয়াইড ইয়র্কার। পরিকল্পনায় মিলেছে সফলতা। উত্তাপ ছড়ানো ম্যাচে ১২ রানে জিতেছে ঢাকা। ৪ ওভারে ৩২ রানে ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক হাসান কথা বললেন পরিকল্পনা নিয়ে।

‘মুশফিক ভাইকে বল করা খুব টাফ। উনি প্রায় ৩৬০ ডিগ্রি খেলেন। ওনার জন্য পরিকল্পনা ছিল ওয়াইড ইয়র্কার মারা হবে, আর অফসাইডে তিনজন ফিল্ডার রাখা। এরপর উনি একটা স্লো ফুলটসে আউট হয়ে গেলেন। ভিন্ন কিছু চেষ্টা করেছি।’

রুশোকে বোকা বানিয়ে যেভাবে বোল্ড করেছেন সেটি অনেকদিন চোখে লেগে থাকার মতো। ৪ উইকেটের মধ্যে সেটি হাসানের কাছেও সেরা, ‘এটা অবশ্যই সেরা ডেলিভারি। না হলে উইকেটটা তো পেতাম না। পরিকল্পনা ছিল রাইলি রুশোকে স্টাম্প-টু-স্টাম্প বল করা। ও তো বাইরে ভালো খেলে। তাই সেরকমই চেষ্টা করেছি।’

 

Bootstrap Image Preview