Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইমরুলের,খুলনায় নামছে আমলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০১:২৮ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০১:২৮ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৩তম ম্যাচে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে এরই মধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম দলপতি ইমরুল কায়েস। 

চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো খুলনা এবং চট্টগ্রাম একে অপরের মুখোমুখি হচ্ছে। প্রথম দেখায় শক্তিশালী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছিল মুশফিকুর রহিমের খুলনা।এবার সেই হারের বদলা নেয়ার সুযোগ রয়েছে চট্টগ্রামের।

দলটির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বিধায় সিলেট পর্বেও অধিনায়কত্ব করছেন ইমরুল। ৯ ম্যাচ খেলে ৬ জয়ে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে চট্টগ্রাম। এক ম্যাচ কম খেলে ৫ জয়ে ৪ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প নেই এই ম্যাচে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, মেহেদী হাসান রানা, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিস্কা ফারনান্দো (শ্রীলঙ্কা), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), মুসা খান (পাকিস্তান) ও লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।

খুলনা টাইগার্সঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আমির ইয়ামিন ও হাশিম আমলা ।

Bootstrap Image Preview