Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আ.লীগ নেতার বন্দুক হাতে এলাকায় মহড়া চালান নাতি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০২:০৮ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০২:০৮ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কুতুব উদ্দিন ভূঁইয়ার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র (দুই নালা বন্দুক) নিয়ে তার নাতি (বড় মেয়ের সন্তান) গাজী কাইফ প্রায়ই এলাকায় মহড়া দেন বলে অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে অভিযোগ, সে ওই অস্ত্রের মাধ্যমে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ও আগ্নেয়াস্ত্র নিয়ে নানা অঙ্গভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়ার দাবি, ‘নানার বৈধ বন্দুক নাতি শখ করে মাঝে মধ্যে হাতে নেয়, এতে অন্য কোনো বিষয় নেই।’

আর নাতি গাজী কাইফের দাবি, ‘নানার অনুমতি নিয়েই আমি সেই বন্দুকে হাত দেই। সময় সময় নানা আমাকে বন্দুক চালানো শেখান। নানার বন্দুক আমি গর্ব করে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হই। কাউকে ভয় দেখাই, এটা সঠিক নয়।’

স্থানীয়রা জানান, কুতুব উদ্দিন ভূঁইয়ার এই বন্দুক নিয়ে প্রায়ই তার নাতি কাইফ বাজারে এসে মহড়া দেয়। অনেক সময় এ বন্দুক দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়। কুতুব উদ্দিন এই বন্দুককে পুঁজি করে এখানে নানা অনৈতিক কর্মকাণ্ডসহ অবৈধ দখলবাজি চালিয়ে যাচ্ছেন। তার এই বন্দুকের লাইসেন্স বাতিলসহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে সংশ্লিষ্ট দফতরের একাধিক সূত্র জানায়, সরকারের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬-এর অনুচ্ছেদ ২৫(গ) অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোন ব্যক্তি নিজ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যক্তিগত নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত করতে পারবেন না। সে ক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে।

এছাড়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬-এর অনুচ্ছেদ ২৫(ক) অনুযায়ী কোন ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্ত নিজে বহন ও ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি ও বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।

অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, কুতুব উদ্দিন ভূঁইয়ার নানা অনৈতিক কর্মকাণ্ডে এখানকার মানুষ অতিষ্ঠ। তিনি আমার আপন বড় চাচা। মানুষকে ভয়ভীতি দেখিয়ে দখলবাজিই তার প্রধান কাজ। ইতোমধ্যে অরুয়াইল এলাকায় কোটি টাকা মূল্যের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে সেখানে তিনি মার্কেট নির্মাণ করেছেন। তার অন্যায়ের প্রতিবাদ করতে গেলে দেওয়া হয় মামলা।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু বলেন, আইন অনুযায়ী শুধু জানমাল রক্ষার্থে একজন লাইসেন্সধারী তার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়া অস্ত্রধারী কোনো ব্যক্তি প্রয়োজন ছাড়া তার অস্ত্র প্রদর্শন করতে পারবেন না। অস্ত্রটি এমনভাবে রাখতে হবে যা দেখে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে না পড়েন।

ওই কর্মকর্তা জানান, অথচ কেউ কেউ এ নিয়মের তোয়াক্কাই করেন না। অস্ত্রের লাইসেন্স গ্রহণের সময়ের ব্যবহারবিধি দেওয়া হলেও কেউ এটি পড়েও দেখেন না। নিজেদের জাহির করার জন্য প্রায়ই প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন। মানুষকে ভয়ভীতি দেখান।

ওসি আরও জানান, আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়ার বন্দুক নিয়ে তার নাতির মহড়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview