Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আরেকটি বিশ্বযুদ্ধ সহ্য করা অসম্ভব: জাতিসংঘ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০২:৫৮ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০২:৫৮ PM

bdmorning Image Preview


ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার ভেতর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, উপসাগরীয় অঞ্চলে আরেকটি যুদ্ধ হলে তার ধকল পৃথিবী সামলাতে পারবে না।

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন।

ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হওয়া এবং এর জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটে।

জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।

এমন পরিস্থিতিতে বিশ্ববাসী তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে। জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

Bootstrap Image Preview