Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাক-ভারত ম্যাচ ফেরাও, সৌরভকে রশিদ লতিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০৩:১৭ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৩:১৭ PM

bdmorning Image Preview


পাকিস্তান-ভারত দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে দায়িত্ব নিতে অনুরোধ করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ।

 

শুক্রবার পাকিস্তানের গণমাধ্যমে রশিদ বলেন, সাবেক ক্রিকেটার ও বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভই পারে ইন্দো-পাক দ্বিপক্ষীয় সিরিজ ফের শুরু করার উদ্যোগ নিতে। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানিকে সাহায্য করতে পারে সে।

সাবেক পাক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার অপেক্ষায়। এই দ্বিপক্ষীয় সিরিজ শুরু না হলে ভারত কিংবা পাকিস্তানের ক্রিকেটের ধারাবাহিক উন্নতি হবে না।

তিনি যোগ করেন, ২০০৪ সালে পাকিস্তান সফরে নারাজ ছিল ভারত। সেই স্মরণীয় সফর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সৌরভ। ওই সফরে বড় জয় পায় টিম ইন্ডিয়া।

সেবার পাকিস্তানের ডেরায় ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে মেন ইন ব্লুরা। আর ২-১ ব্যবধানে টেস্ট সিরিজও বগলদাবা করে ভারত।

Bootstrap Image Preview