Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১২১ রানে অলআউট খুলনা টাইগার্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০৩:২৬ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৩:২৬ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলের ৩৩তম ম্যাচে দারুণ বোলিং করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্সকে এক বল আগে মাত্র ১২১ রানে অলআউট করে তারা। 

বল হাতে এই ম্যাচেও কারিশমা দেখিয়েছেন চট্টগ্রামের ২৩ বছর বয়সী পেসার মেহেদি হাসান রানা। ৪ ওভার বোলিং করে ২৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। যেখানে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলার উইকেটটিও ছিল।

রানার পাশাপাশি অসাধারণ বোলিং করেন রুবেল হোসেনও। জাতীয় দলের এই তারকা পেসার ১৭ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া কেসরিক উইলিয়ামস ২টি এবং পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান নেন একটি উইকেট।  

টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ব্যাট হাতে সর্বোচ্চ রান করতে পেরেছেন খুলনার প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। ২ ছক্কা এবং ২ চারের সাহায্যে ৪০ বলে ৪৮ রানের ইনিংস খেলেন এই দক্ষিণ আফ্রিকান।  

দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এক ছক্কা এবং ৩ চারের সাহায্যে ২৪ বলে ২৯ রান করেন তিনি। এছাড়া রবি ফ্রাইলিঙ্ক করেন ১৭ রান। 

চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে খুলনা এবং চট্টগ্রাম। এর আগে প্রথম দেখায় চট্টগ্রামকে ৮ উইকেটে হারায় মুশফিকদের খুলনা। এবার সেই হারের বদলা নেয়ার সুযোগ রয়েছে চট্টগ্রামের। আর সেই লক্ষ্যে দারুণ বোলিং পারফরম্যান্স উপহার দিল তারা। 

সংক্ষিপ্ত স্কোরঃ

খুলনা টাইগার্সঃ ১২১/১০ (১৯.৫ ওভার) (রুশো ৪৮, মুশফিক ২৯; রানা ৩/২৯, রুবেল ৩/১৭) 

Bootstrap Image Preview