Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০৪:০৪ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৪:০৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নোয়াখালী জেলা কারগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) সকালে কারা হাজতি আবু নাছের মাসুদ (৫০) বুকে ব্যথা অনুভব করলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায়  সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

আবু নাছের মাসুদ চারটি ডাকাতি মামলার আসামি ছিল। গত ২৮ নভেম্বর ২০১৯ ইং তারিখে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে। তিনি বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের বাদশা বাড়ির মমিন উল্যার ছেলে।

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ বুকে ব্যথা অনুভব করলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সে ডাকাতির ৪টি মামলায় ৩৯৫ ও ৩৯৭ ধারার আসামি ছিল।

Bootstrap Image Preview