নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নসিমন আরোহী যুবক নিহত হয়েছে।
গত মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রাম এলাকার বসুরহাট টু দাগনভূঞা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, একটি বেপরোয়া গতির ট্রাক নসিমনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা করে।
নিহত ইসমাইল হোসেন রুবেল (২৮), চরকাঁকড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গাদলা খালেকের বাড়ির আব্দুল খালেকের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে ছিলো। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।