Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০৫:০০ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৫:০২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকানের অন্তত কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকানিরা। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ৩ জন আহত হয়েছেন। গত রবিবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে বাংলাবাজারের ব্যাংক রোডে এ ঘটনা ঘটে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। আগুনে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। কি কারণে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাসানুজ্জামান হাসান জানান, বৈশাখী বেকারিসহ ১৫টি দোকান পুড়ে কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারি করতে দেখা যায়।

Bootstrap Image Preview