চলতি বঙ্গবন্ধু বিপিএল শুরুর আগে যে খেলোয়াড় কোন আলোচনায় ছিলেন না।ছিলেন না, ড্রফটেও তাঁর পরেও সবাইকে ছাড়িয়ে এখন আলোচনার শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁ-হাতি পেস বোলার মেহেদী হাসান রানা। তরুণ এই পেসারের তাণ্ডবে দারুণ জয় পাচ্ছে চট্টগ্রাম।
চলতি বিপিএলে এখন পর্যন্ত রানা ৮ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে রয়েছেন সকলের শীর্ষে। উইকেটের এই ধারা ধরে রাখতে চান তিনি, আসলে আমি উইকেট গুনছি না। আমি এক একটা ম্যাচ চিন্তা করতেছি। যে ম্যাচ বাই ম্যাচ আসলে কিভাবে ভালো করা যায়। তো আমি এক একটা ম্যাচই হিসেব করতেছি।
ম্যাচ বাই ম্যাচ যেহেতু ইমপ্রুভ করতেছি, ভালো বোলিং করতেছি। তো অবশ্যই উপরে ভালো ভবিষ্যত আছে ইনশাআল্লাহ্।'
কোন ব্যাটসম্যানকেউ তোয়াক্কা করেন না রানা। নিজের বোলিং লাইন ঠিক রেখে কাজ চালিয়ে যেতে চান, আসলে ব্যাটসম্যান যখন নামে, তখন আমি চিন্তা করি না কে আমলা বা কে অন্যকেউ। আমি এসব চিন্তা করি না। আমি চিন্তা করি যে স্ট্যান্ড আছে ওই অনুযায়ী বোলিং করার।'
তবে চট্টগ্রামের ম্যাচ জয়ের নায়ক হতে চান রানা তাঁর মনে, আসলে ম্যাচ জিতানো, ম্যাচ বের করা এইটা আমার একার কাজ না। এইটা টিমের সবার সাহায্য লাগে। আপনি যদি দেখেন আমার পাশাপাশি আজ কিন্তু রুবেল ভাই ম্যাচ বের করে নিছে। নাসুম আহমেদ এসে ইকোনমি বল করছে। এজন্য আমার কাছে জিনিসটা সহজ হয়ে গেছে।