ঘরের মাঠে মানরক্ষার ম্যাচ হলেও দর্শকের ভালোবাসার কমতি ছিলো না সিলেট থান্ডারের জন্য। সিলেটবাসী যে ক্রিকেট ভালোবাসে সেটা আবারো প্রমাণিত।তবে তাদের দল বিপিএলের সেরা চারে খেলতে পারবে না তা নিয়ে আফসোস রয়েই গিয়েছে সিলেটক্রিকেটপ্রেমীদের মধ্যে।
জঘন্য পারফম্যান্সে বিপিএলের সব আসর ছাড়িয়ে গিয়েছে সিলেট থান্ডার। এমন পারফম্যান্সের কোন উত্তর খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। হারতে হারতে তাদের যেন হারানোর কিছুই নেই।
বিপিএলের অন্য দল গুলো যখন সেরা চারে খেলার লড়াইয়ে উঠে পড়ে লেগেছে তখন সিলেট হারের বৃত্ত আটকে রয়েছে। ক্রিকেটঈশ্বর যেন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
বিপিএলে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে সিলেট। যার মধ্যে নয়টি ম্যাচেই তাঁরা হেরেছে।একটি ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় পেয়েছে। বিপিএলের পয়েন্ট টেবিলের তলানীতে তাঁরা।