Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘরের মাঠে শেষ ম্যাচে সিলেটের অল্প পুঁজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০৮:২৪ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৮:২৫ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে মানরক্ষার ম্যাচ হলেও দর্শকের ভালোবাসার কমতি ছিলো না সিলেট থান্ডারের জন্য। সিলেটবাসী যে ক্রিকেট ভালোবাসে সেটা আবারো প্রমাণিত।তবে তাদের দল বিপিএলের সেরা চারে খেলতে পারবে না তা নিয়ে আফসোস রয়েই গিয়েছে সিলেটক্রিকেটপ্রেমীদের মধ্যে। 

সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী রয়ল্যালসের মুখোমুখি হয়েছে থান্ডার বাহিনী। প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করার সিন্ধান্ত নিয়েছেন সিলেট ক্যাপ্টেন আন্দ্রে ফ্লেচার।

সন্ধ্যায় ব্যাটিংয়ের শুরুটা জমাতে ব্যর্থ হন সিলেটের দুই ওপেনার ফ্লেচার ও মজিদ। মাত্র ২৬ রানেই ভেঙে যায় তাদের জুটি।

এরপর চার্লস ও ফ্লেচার দ্রুত বিদায় নিলে ব্যাটিংয়ে হাল ধরেন মিথুন আলী। ঝড়ো ব্যাটিংয়ে মাঠ একাই গরম করে ফেললেন মিথুন।তাঁর এমন ব্যাটিং দেখে চিন্তার ভাজ পড়ে রাজশাহী ব্যাটসম্যানদের কপালে। কারণ এই উইকেটে খুব বেশি রান চেস করা সম্ভব না। 

কিন্তু মিথুনের সেই রান বেশি বড় হতে দেয়নি রাজশাহীর বোলাররা। ১৬ ওভারের মাথায় রাদাররফোডের সাথে ভুল বুঝা বুঝিতে ৪৬ রান করে বিদায় নেন মিথুন। 

এরপর আর কেউ ব্যাটিংয়ে ঝলক দেখাতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান করেছে সিলেট। জয়ের জন্য রাজশাহীর ১৪৪ রান প্রয়োজন। 

Bootstrap Image Preview