Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোসাদ্দেকের বিপিএল শেষ,মাঠের বাহিরে থাকতে হবে এক মাস 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০৮:৫১ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৮:৫১ PM

bdmorning Image Preview


সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত গুরুত্বর ইনজুরিতে পড়েছেন। যার জন্য প্রায় এক মাস থাকতে হবে মাঠের বাহিরে।এমনটাই জানিয়েছেন সিলেট থান্ডারের মিডিয়া ম্যানেজার অমলান মোস্তাকিম। 

ঢাকা পর্বে রংপুরের বিপক্ষে রানআউট থেকে বাঁচার জন্য  ঝাপিয়ে পড়েন মোসাদ্দেক। সেই সময় তাঁর ঘাড়ে চোট লাগে। চোট নিয়ে সেই ম্যাচে তাকে আর মাঠে দেখা যায়নি।

এরপর সিলেট পর্বে খেলার সময় দলের সাথে ছিলেন কিন্তু মাঠে নামা হয়নি। এরপর এক ম্যাচ আগেই ঢাকায় ফিরে গিয়েছেন । সেখানে ঘাড়েড় স্ক্যান করান। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে ‘গ্রেড টু টিয়ার।’

সিলেটের মিডিয়া ম্যানেজার বলেন, ‘মোসাদ্দেকের গ্রেড টু টিয়ার ধরা পড়েছে। তাঁকে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।’

বিপিএলে সিলেট থান্ডারের অবস্থা একে বারেই করুণ। আর এক ম্যাচ পরেই তাদের বিপিএল শেষ হয়ে যাবে এটা পুরোপুরি নিশ্চিত।

Bootstrap Image Preview