Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য কাজ  করতে হবে: এমপি মুকুল

দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১১:১৮ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১১:১৮ AM

bdmorning Image Preview


ভোলা ২ আসনের সংসদ আলহাজ্ব আলী আযম মুকুল বলেছেন ,বাংলাদেশে ছাত্রলীগ একটি অন্যতম সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশ ও জনগনের কল্যানে কাজ করে যেতে হবে। যদি নিজেকে বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে সত্যিকর ভাবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তার মত ত্যাগী কর্মী হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৯ টায় দৌলতখানে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তীব্র শীতে অসহায় মানুষের কথা চিন্তা করে সরকারি ভাবে কম্বল দিয়েছেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের পাশাপাশি বিনামূল্য পাঠবই যথাসময় পৌঁছে দিয়েছেন।

এর আগে দৌলতখানে পৌর শহরে আনন্দ র‌্যালী ও দৌলতখান অডিটোরিয়ামে কেক কাটা হয়। দৌলতখান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ র‌্যালী বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি কেককাটেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আযম মুকুল।

দৌলতখান উপজেলা ছাত্রলীগের সভাপতি মেতালেব হোসেনে সবুজের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আযম মুকুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর আলম খান ,উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর , পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর কাউন্সিলার সহ  আওয়ামীগের অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ,
 

Bootstrap Image Preview