Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট আজ থেকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১১:২২ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১১:২২ AM

bdmorning Image Preview


বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু করছে। আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটের উদ্বোধন করার কথা রয়েছে। সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে নতুন এ রুটে। গতকাল বাংলাদেশ বিমান আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

তিনি আরও জানান, বিমানবন্দরের মানোন্নয়নের চূড়ান্ত স্বীকৃতি মিললে চালু হবে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট। এ ছাড়া চীনের গুয়াংজু প্রদেশের অনাপত্তিসাপেক্ষে চালু হবে ঢাকা-গুয়াংজু ফ্লাইট। বহরে আসা নতুন এয়ারক্রাফট দিয়ে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে।

দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে বিমানের এমডি বলেন, এরই মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বর্ণ চোরাচালানের ঘটনায় ধরা পড়া অনেক বিমানকর্মী ইতোমধ্যে চাকরিচ্যুত হয়েছে।

এর আগে সকালে বলাকা কার্যালয়ে বিমানের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা ও সংস্থার নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে।

Bootstrap Image Preview