Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'মাঠে যখন একটা টিম নামে জেতার জন্যই নামে’: মজিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১১:৩৫ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১১:৩৫ AM

bdmorning Image Preview


হেরেই চলেছে সিলেট থান্ডার। শনিবার (৪ জানুয়ারি) তারা রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে। চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এটি তাদের ১১তম হার। 

১টি মাত্র জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি। বিপিএলে এমন ব্যর্থতার ব্যাখ্যা নেই সিলেটের ব্যাটসম্যান আব্দুল মজিদের কাছে। তিনি এটাকে স্বাভাবিক ভাবে মেনে নিয়ে বলেছেন, 'এটার কোনো কারণ নেই। খেলায় হার জিত থাকবেই। দিন শেষে এটা আপনাকে মেনে নিতে হবে।'

প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে সিলেট। বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের শেষ ম্যাচ আগামী ৭ জানুয়ারি কুমিল্লা ওয়ারিয়র্সের মোকাবেলা করবে দলটি। এই ম্যাচে জয় দিয়েই টুর্নেমেন্ট শেষ করতে চায় সিলেট। 

এ প্রসঙ্গে মজিদ বলেন, 'মাঠে যখন একটা টিম নামে জেতার জন্যই নামে। কেউ হারার জন্য নামে না। আমরা চেষ্টা করবো জেতার জন্য নামতে।'

কদিন আগেই সিলেটের প্রধান কোচ হার্শেল গিবস অভিযোগ করে বলেছিলেন দলের স্থানীয় খেলোয়াড়রা তাঁর কথা বোঝেন না। অনেকেই মনে করেন কোচের কথা বুঝতে না পারার কারণেই মাঠের লড়াইয়ে ব্যর্থ হয়েছে সিলেট।

যদিও মজিদ মনে করেন ভাগ্যের কাছেই হেরে গেছে সিলেট। এ প্রসঙ্গে বলতে গিয়ে মজিদ বলেন, 'কমিউনিকেশনের ব্যাপার না। আশা করি সবগুলো ম্যাচেই আমরা ভালো করেছি। এখানে কিছু ভাগ্যের ব্যাপার আছে। হয়তো আমাদের ফেভার করেনি। এটাই হয়েছে।'

Bootstrap Image Preview