Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পুলিশ: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১২:৫৪ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১২:৫৪ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে পুলিশের মাঝে গুণগত বিরাট পরিবর্তন এসেছে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সেজন্য পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

রোববার (০৫ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২০’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সবচেয়ে বড় কথা জনগণের যে আস্থা-বিশ্বাস অর্জন করা- এটা পুলিশ বাহিনী আজকে করেছে। ৯৯৯ এখানে ফোন করলে যেকোনও সমস্যায় পুলিশ ছুটে যায় এবং তাদের সে সমস্যা মুক্ত করে।

পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের ভূমিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক যাতে সৃষ্টি হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে। একদিকে যেমন জনসচেতনতা সৃষ্টি করতে হবে, অপর দিকে সড়কে নিরাপত্তা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে পুলিশ বাহিনী যথেষ্ট সুশৃঙ্খল ভূমিকা রাখছে।

Bootstrap Image Preview