Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএল ব্যাটিং শীর্ষের ২জনই বিদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০১:১৬ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০১:১৬ PM

bdmorning Image Preview


আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্ব। এই পর্বের আগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন ডেভিড মালান। কুমিল্লা ওয়ারিয়র্সের এই ইংলিশ রিক্রুট ৮ ম্যাচে ৬২.৮৩ গড়ে ৩৭৭ রান সংগ্রহ করেছেন। যেখানে তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৫২.০১। এখন পর্যন্ত একটি সেঞ্চুরি এবং ২টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। 

খুলনা টাইগার্সের হয়ে খেলা রাইলি রুশো আছেন মালানের পরে দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটসম্যান ৯ ম্যাচে ৩৪০ রান সংগ্রহ করেন। যেখানে তাঁর ব্যাটিং গড় ৪৮.৫৭ এবং স্ট্রাইক রেট ১৫১.১১। খুলনার জার্সিতে ৩টি হাফ সেঞ্চুরি করেন রুশো।

রংপুর রেঞ্জার্সের হয়ে খেলা মোহাম্মদ নাঈম রয়েছেন তালিকার তিন নম্বরে। ১০ ম্যাচে ৩৭.৫৫ গড় এবং ১১৮.৫৯ স্ট্রাইক রেটে ৩৩৮ রান সংগ্রহ করেন এই বাঁহাতি ওপেনার। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। 

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার এবং পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে মোহাম্মদ মিঠুন ও ইমরুল কায়েস। সিলেট থান্ডারের হয়ে খেলা মিঠুন টুর্নামেন্টে ভালো ছন্দে ছিলেন। দল প্লে অফে না উঠলেও ব্যাট হাতে পারফর্ম করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১১ ম্যাচে ৩৬.৭৭ গড় এবং ১২৮.৭৯ স্ট্রাইক রেটে মিঠুনের সংগ্রহ ৩৩১ রান। যেখানে ২টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। 

পাঁচ নম্বরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েসের সংগ্রহ ৯ ম্যাচে ৫৩.১৬ গড়ে ৩১৯ রান। ১২৯.৬৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ইমরুলের রয়েছে ৩টি হাফ সেঞ্চুরি।

Bootstrap Image Preview