Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডে ফের পঞ্চগড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০২:২০ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০২:২০ PM

bdmorning Image Preview


দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পরে আবারও বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সকাল থেকেই সূর্যের দেখা নেই। 

রবিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এতে করে গত কয়েকদিনের তুলনায় শৈত্যপ্রবাহের দাপট অনেকটাই বেড়ে গেছে।

দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে যানবাহন। এদিকে শীতের তীব্রতা থেকে রেহায় পেতে এবং শীত নিবারণের চেষ্টায় রাস্তার পাশে, বিভিন্ন দোকানের সামনে আগুন পোহাতে দেখা গেছে অনেককেই। তাপমাত্রা উঠা-নামা করায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রোববার ভোর ৬টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা কয়েক ঘণ্টার ব্যবধানে কমে সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

Bootstrap Image Preview