Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোলাইমানি ইস্যুতে ইউরোপের সমর্থন পায়নি যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০২:৩৭ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০২:৩৭ PM

bdmorning Image Preview


ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ইস্যুতে ইউরোপ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, বাগদাদে হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যার প্রেক্ষাপটে আমাদের যতটা প্রত্যাশা ছিল, ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা ততটা সহায়ক না।

হামলাটি নিয়ে বিশ্বজুড়ে ইতিবাচক আলোচনার জন্য মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পম্পেও। যদিও হত্যাকাণ্ডটির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক প্রশংসা করছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।

শনিবার (৪ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম ‘ফক্স নিউজকে’ দেওয়া সাক্ষাৎকারে পম্পেও বলেন, সোলাইমানিকে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করেছিল। গত কয়েকদিনের মধ্যে বেশিরভাগ সময়ই আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনা করে কাটিয়েছি। বিষয়টি নিয়ে তাদের সর্বাত্মক সহায়তা চেয়েছি। তাদের সবাই বেশ চমৎকার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্যান্য অঞ্চলের অংশীদারদের সঙ্গেও আমাদের বিস্তর আলোচনা হয়েছে। সেখান থেকেও আমরা খুব ভালো বার্তা পেয়েছি। তবে ইউরোপীয়রা যতটা সহায়ক হবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম, আসলে তারা ততটা নয়।

এ দিকে সোলাইমানিকে হত্যার পর ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তাছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পর্যন্ত বিষয়টি নিয়ে সব পক্ষকে সংযতও থাকার পরামর্শ দিয়েছেন। এমনকি চলমান উত্তেজনা হ্রাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রব।

এসবের প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ব্রিটিশ, ফরাসি ও জার্মানদের এখন বোঝা প্রয়োজন যে, আমরা ঠিক কী করেছি। আমেরিকানরা কী করছে। অতীতে আমরা ইউরোপীয়দের প্রাণও রক্ষা করেছি। যা পুরো বিশ্বের জন্য একটি অনন্য উদাহরণ। ইসলামী প্রজাতন্ত্রকে একটি স্বাভাবিক রাষ্ট্রের মতো আচরণে নিয়ে আসতে যুক্তরাষ্ট্রের যা করণীয় আমরা সেটাই করব।

আরও পড়ুন :- হামলার ভয়ে ইরানকে বড় লোভ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র!

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। যুক্তরাষ্ট্রের সেই অভিযানে ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

Bootstrap Image Preview