Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেনিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা, বহু হতাহতের আশঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৩:০৭ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৩:০৭ PM

bdmorning Image Preview


কেনিয়ার লামু কাউন্টিতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ার জঙ্গি সংগঠন আল শাবাব। যুক্তরাষ্ট্র ও কেনিয়ার যৌথ সেনাদের অবস্থান এই ঘাঁটিতে।

কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর (কেডিএফ)বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, আজ রোববার কেনিয়ার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ হামলার এ ঘটনা ঘটে। তবে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

এদিকে, জঙ্গিগোষ্ঠী আল শাবাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মুজাহিদিন যোদ্ধারা শত্রুপক্ষের ঘাঁটিতে প্রবেশ করেছে এবং সফলভাবে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওই সেনা ঘাঁটির একটি অংশ তারা দখল করে রেখেছে। যুক্তরাষ্ট্র এবং কেনিয়ার অনেক সেনা এই হামলায় হতাহত হয়েছেন বলেও দাবি আল শাবাবের।

Bootstrap Image Preview