ঢাকা প্লাটুনের হাসান মাহমুদে মুগ্ধ জাতীয় দলের সাবেক সিমার হাসিবুল হাসান শান্ত। হাসানের পারফরমেন্সে সন্তুষ্ট শান্তের ভবিষ্যতবাণী এই ক্রিকেটার বহুদিন বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে পারবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক শান্ত দলের সঙ্গে যুব বিশ্বকাপ আসরে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগমুহূর্তে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে চলতি বিপিএল সম্পর্কে এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে চলমান অনিশ্চয়তা নিয়েও কথা বলেন।
এবারের বিপিএল আসর নিয়ে শান্ত বলেন, বিপিএল জমে উঠেছে। বেশ কয়েকজন তরুণ এর মাঝেই নজর কেড়েছে। এদের মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদি হাসান রানা, ঢাকা প্লাটুনের হাসান মাহমুদ এবং মেহেদি হাসান।
ঢাকার হাসান মাহমুদকে আলাদা করে মনে ধরেছে শান্তর। তার মনে হচ্ছে, তরুণ এ পেসার বাংলাদেশকে অনেক দিন সেবা দিতে পারবে। এছাড়া মোস্তাফিজ-তাসকিনের ফর্মে ফেরাটাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গল বলে মনে করছেন তিনি।
সাবেক টাইগার সিমার বলেন, মোস্তাফিজুর ফর্মে ফিরে এসেছে। তাসকিন শেষ ম্যাচে ৪ উইকেট নিয়েছে। তামিম-ইমরুল-মুশফিকুর নিয়মিত রান পাচ্ছে। এগুলো বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো ইঙ্গিত।
উল্লেখ্য, যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক শান্ত ১০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বেন। এবার সেখানে বসছে যুব বিশ্বকাপের আসর।