টেস্ট ক্রিকেট ৫ দিন থেকে কমিয়ে চারদিন করার প্রস্তাবে সমর্থন দিলেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
তার মতে, একটা টেস্ট ম্যাচের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ৫ দিনের ফরম্যাটটাই উপযুক্ত। এর কোন বিকল্প হতে পারে না। এর কমে টেস্ট নামিয়ে আনলে খেলার মান হারাবে।
কোহলি বলেন, ‘দিবারাত্রির টেস্ট ম্যাচের ফরম্যাট পরিবর্তন করার পক্ষে আমি নই। দেখুন একটি টেস্ট ম্যাচ ৫ থেকে যখন কমিয়ে চার দিনে করা হবে, তখন কোথায় গিয়ে টেস্টের ফলাফল দাঁড়াবে তা নিয়ে সমস্যা হতে পারে। সবচেয়ে বড় কথা, টেস্ট একটি মর্যাদার ক্রিকেট খেলা। এটা চারদিনে নামিয়ে আনা উচিৎ হবে না। ৫ দিনের ফরম্যাটটাই উপযুক্ত এবং এর কোন বিকল্প হতে পারেনা’।