Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পদ্মায় জেলের জালে ধরা ৪০ কেজির বাঘাইড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৩:৩৭ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

রবিবার ভোরে পদ্মায় জেলে লালনের জালে বিশাল এই মাছ ধরা পড়ে। সকালে লালপুর বাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়। মাছটি বিক্রি হয়েছে এক হাজার টাকা কেজিতে। ৪০ হাজার টাকায় মাছটি কিনে নেন নাটোরের মৌখাড়া এলাকার স্বর্ণকার মোজাম্মেল হক।

উৎসুক জনতা মাছটি দেখতে বাজারে ভিড় করেন। একটি মাছ এত দামে বিক্রি হওয়ায় অবাক হয়েছেন অনেকেই।

স্থানীয় জেলে লালন জানান, ভোরে পদ্মায় মাছ শিকারে গেলে বাঘাইড়টি ধরা পড়ে। সকালে লালপুর বাজারের ভাই ভাই আড়তে মাছটি বিক্রির জন্য তোলা হয়। সেখানে ৪০ কেজি ওজন হলে মাছ ব্যবসায়ী সাইদুল ইসলামের কাছে প্রথমে ৯১০ টাকা দরে বিক্রি করা হয়।

ব্যবসায়ী সাইদুল ইসলাম তাৎক্ষণিক ওই বাজারেই মাছটি নাটোরের মৌখাড়া এলাকার স্বর্ণকার মোজাম্মেল হকের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন।

Bootstrap Image Preview