Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিসিবির প্রস্তাবে চটেছে  পিসিবি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৭:৫১ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৭:৫১ PM

bdmorning Image Preview


সম্প্রতি পাকিস্তানে টেস্ট সিরিজ খেলেছে শ্রীলংকা। পিসিবি সেই উদাহরণ দিচ্ছে। তবে এত কিছুর পরও বাংলাদেশ রাজি হচ্ছে না। টেস্ট  সিরিজ খেলতে হলে পাকিস্তানের মাটিতে তিন  সপ্তাহ থাকতে হবে মুশফিকদের। 

আর এতদিন পাকিস্তানে থাকতে রাজি নয় টাইগার দলের একাধিক ক্রিকেটার। শুধু টি-২০ সিরিজ খেলে কম সময়ের মধ্যে দেশে ফিরে আসতে চাইছে টাইগাররা দল। টেস্ট সিরিজ বিসিবি  খেলতে  চায় নিরপেক্ষ ভেন্যুতে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাফ জানিয়েছে, কোনওভাবেই নিরপেক্ষ ভেনুতে তারা টেস্ট সিরিজ আয়োজন করবে না। খেলতে হলে পাকিস্তানেই খেলতে হবে।

এই অবস্থায় আবার বিসিবি নতুন প্রস্তাব দিয়েছে পিসিবিকে। আর তাতে রেগে ফায়ার পিসিবি কর্তারা। বিসিবি  প্রস্তাব দিয়েছে, একটি টেস্ট পাকিস্তানে খেলে আরেকটি যেন ঢাকায় খেলা হয়। বাংলাদেশের এই প্রস্তাব অদ্ভুত বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবি দাবি করেছে, বিসিবি তাদের গোপনে এই প্রস্তাব  দিয়েছে। তবে তারা সেটা মানতে নারাজ। উল্লেখ্য, পাকিস্তান সফরে তিনটি টি-২০ এবং দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। ১৮ জানুয়ারি থেকে সিরিজ শুরু হওয়ার কথা। তবে সেই সিরিজের ভবিষ্যত এখনও অন্ধকার। 

Bootstrap Image Preview