ক্রিকেটের অনুশীলনে ইংল্যান্ডের খেলোয়াড়দের ফুটবল খেলা নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, এখন থেকে ক্রিকেটের অনুশীলনে ফুটবল খেলতে পারবেন না ইংলিশ খেলোয়াড়রা।
বহু আগ থেকেই এই রেওয়াজ চলছে, ক্রিকেটের অনুশীলনে ফুটবল খেলে গার গরম করা। এভাবেই বিশ্বের সব ক্রিকেট দলই করে থাকে। কিন্তু হঠাৎই এই নিয়ম থেকে সড়ে এসেছে ইসিবি। কারন হিসেবে তারা বলছে, ফুটবল অনুশীলনে খেলোয়াড়রা বড় ধরনে ইনজুরিতে পড়েন।
কেপটাউনে চলমান দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে, ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ইংলিশ ব্যাটসম্যান ররি বার্নস। ফলে কেপটাউন টেস্ট তো বটেই সিরিজ থেকেই ছিটকে পড়েছেন তিনি। তাই ইংল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে তাকে।
এর আগে ২০১৮ সালের শ্রীলংকা সফরে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো। এছাড়াও এই ফুটবল অনশীলনের জন্য অতীতে জো ডেনলি এবং জেমস অ্যান্ডারসনও ইনজুরির শিকার হন।
সম্প্রতি অনুশীলনে ফুটবল নিষিদ্ধের কথা জানিয়েছিলেন ইসিবির পরিচালক অ্যাশলে জাইলস। অবশেষে বার্নসের ইনজুরিতে ইংল্যান্ডের ক্রিকেট অনুশীলনে ফুটবল নিষিদ্ধ করলো জাইলস ও দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড।