Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে বিপিএলে গেইল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৯:২০ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৯:২০ PM

bdmorning Image Preview


অবশেষে বিপিএলের শেষদিকে বাংলাদেশে দেখা যাবে ক্রিস গেইলকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আগামীকাল সোমবার সকালে ঢাকায় পা রাখতে যাচ্ছেন এই ক্যারিবিয়ান টি-টোয়েন্টির দানব। গেইল আসার আগেই অবশ্য টুর্নামেন্টের শেষ চারে জায়গা নিশ্চিত করে ফেলেছে চট্টগ্রাম। 

বিপিএলে এখন পর্যন্ত ৩৮ ইনিংসে ৪১.৮১ গড়ে করেছেন ১ হাজার ৩৩৮ রান। সর্বাধিক ৫ সেঞ্চুরির রেকর্ডও তার। ২০১৭ সালের ফাইনালে রেকর্ড ১৮ ছক্কা মেরে ১৬৪ রান করেন তিনি।

ইতোমধ্যে গেইলের দল চট্টগ্রাম প্লে-অফ নিশ্চিত করেছে। চলতি বিপিএলে তাঁরা দারুণ ছন্দে রয়েছে। এই সময় গেইলকে দলে ফিরিয়ে তাঁরা আরও শক্তিশালী হয়ে উঠলো। এখন অপেক্ষা ব্যাট হাতে গেইলকে কেমন চমক দেখাতে পারেন। 

উল্লেখ্য, ঢাকা পর্ব দিয়ে শেষ হবে বিপিএল। যা শুরু হবে ৭ জানুয়ারি। এই পর্বে ১৭ জানুয়ারি বিশেষ ‘বঙ্গবন্ধু’ বিপিএলের ফাইনাল।
 

Bootstrap Image Preview