Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্মিথকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ল্যাবুশেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ১০:৩৮ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ১০:৩৮ AM

bdmorning Image Preview


সর্বশেষ অ্যাশেজে লর্ডস টেস্টে স্টিভেন স্মিথ ঘাড়ে আঘাত পেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কনকাশন সাব হিসেবে মাঠে নামেন মার্নাস ল্যাবুশেন। এরপর থেকেই ব্যাট হাতে স্বপ্নের ফর্মে আছেন অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটসম্যান।

২০১৯ সালে টেস্টের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি তৃতীয় টেস্টে ল্যাবুশেন পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। 

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি দিয়ে অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটসম্যান শনিবার সিডনিতে টপকে গেছেন সতীর্থ স্টিভ স্মিথকে। টেস্ট ক্রিকেটে রানের গড়ের নিরিখে সাবেক অধিনায়ককে ছাপিয়ে গেছেন এই তরুণ তুর্কি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্তত ২০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে এতোদিন দ্বিতীয় সর্বোচ্চ গড়ের মালিক ছিলেন স্মিথ (৬২.৮৪)। এবার তাঁকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ল্যাবুশেন।

সাদা পোষাকের ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় এখন ৬৩.৬৩। ব্যাটিং গড়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। তাঁর গড় ৯৯.৯৪। এরপর যথাক্রমে ল্যাবুশেন এবং স্মিথ।

এই তালিকার চার নম্বরে আছেন সাবেক অজি ব্যাটসম্যান অ্যাডাম ভোগস। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৬১.৮৭। ৬০.৯৭ গড় নিয়ে পাঁচ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্রায়েম পোলক।

Bootstrap Image Preview