Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশি ক্রিকেটারদের নিয়ে সন্তুুষ্ট না সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ১১:০৭ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ১১:০৭ AM

bdmorning Image Preview


চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে কুমিল্লা। চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে তারা। মূলত দেশি ক্রিকেটারদের অফ ফর্মের কারণে দলটি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না বলে মনে করছেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক সৌম্য সরকার। 

মিডিয়াকে সৌম্য বলেন, 'স্থানীয় প্লেয়ারদের অনেক ভালো খেলা দরকার ছিলো। যেটা আমরা পারি নাই। সব মিলিয়ে যে পর্যায়ে আছে, যদি স্থানীয়রা খুব ভালো খেলে, তাহলে আমাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে।'

এবারের বিপিএলে নয় ম্যাচে ২৪৬ রান করেছেন সৌম্য। কুমিল্লার অন্য কোনো দেশি ব্যাটসম্যান ১৫০ রানও করতে পারেননি।

বল হাতেও উজ্জ্বল সৌম্য। নিয়েছেন ১১টি উইকেট। নিয়মিত বোলার আল আমিন হোসেন ও সানজামুল হোসেনদের চাইতেও এগিয়ে আছেন সৌম্য।

প্লে অফের স্বপ্ন এখনও টিকে আছে কুমিল্লার। এজন্য অবশ্য আসরে নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই কুমিল্লার। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যে প্রথম ধাপের আগেই সুসংবাদ পেয়েছে কুমিল্লা শিবির।

স্ত্রীর অসুস্থতার কারণে আসরের মাঝপথে ইংল্যান্ডে ফিরে যাওয়া ডেভিড মালান আবারও বিপিএলে ফিরছেন। ৭ জানুয়ারি সিলেট থান্ডারের মুখোমুখি হবে কুমিল্লা। সেই ম্যাচে খেলবেন মালান। 

Bootstrap Image Preview