Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সতীর্থকে গালি দিয়ে জরিমানার কবলে স্টয়নিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ১১:১১ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ১১:১১ AM

bdmorning Image Preview


জাতীয় দলে তারা একে অপরের বন্ধু, সতীর্থ। কিন্তু ঘরোয়া ক্রিকেট যেমন বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে আবার একে অপরের প্রতিপক্ষ, কখনও কখনও শত্রুও বটে। আর সে কারণেই হয়তো জাতীয় দলের সতীর্থ কেন রিচার্ডসনের সঙ্গে আপত্তিকর আচরণ করে বসেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

বিগ ব্যাশে দুই নগর প্রতিদ্বন্দ্বী মেলবোর্ন স্টারসের হয়ে স্টয়নিস ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন রিচার্ডসন। শনিবার দুই দলের মুখোমুখি লড়াইয়ের ম্যাচে উত্তাপ ছড়িয়েছিল বেশ। যেখানে মেজাজ ধরে রাখতে না পেরে রিচার্ডসনকে গালিই দিয়ে বসেন স্টয়নিস।

আর এ অপরাধের কারণে বেশ মোটা অঙ্কের জরিমানাই গুনতে হয়েছে এ অসি তারকা অলরাউন্ডারকে। অস্ট্রেলিয়ান মুদ্রায় সাড়ে ৭ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা) জরিমানা দিতে হয়েছে স্টয়নিসকে। একইসঙ্গে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

লিখিত বার্তায় স্টয়নিস বলেন, ‘আমি সেই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারিনি এবং ঘটনাটাকে বড় করে তুলি। তবে তাৎক্ষণিকভাবেই নিজের ভুল বুঝতে পেরে রিচার্ডসন ও আম্পায়ারদের কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি ভুল করেছিলাম এবং এর সকল দায়দায়িত্বও নিজের কাঁধেই নিচ্ছি। এর জন্য যে শাস্তি বা জরিমানার নিয়ম রয়েছে তা দিতে মেনে নিচ্ছি আমি।’

ম্যাচ শেষে জরিমানা গুনতে হলেও, মাঠের খেলায় বাজিমাত করেছিলেন স্টয়নিসই। রেনেগেডসের করা ১৪২ রানের জবাবে স্টারস পায় ৮ উইকেটের জয়। যেখানে ইনিংস সূচনা করতে নেমে ৫৫ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন স্টয়নিস। এছাড়া এখনও পর্যন্ত বিগ ব্যাশে ২৮১ রান নিয়ে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক।

Bootstrap Image Preview