দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ৪০ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। এই ৫ উইকট দিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ডানহাতি এই ইংলিশ পেসার। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেয়ার রেকর্ড এখন অ্যান্ডারসনের দখলে।
ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম এবং ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে টপকে গেছেন অ্যান্ডারসন। টেস্টে সবচেয়ে বেশি ৫ উইকেট নেয়া বোলারদের মধ্যে ৭ নম্বরে উঠে এসেছেন তারকা এই পেসার।
১৫১ টেস্টে ২৮ বার পাঁচ উইকেট শিকার করলেন অ্যান্ডারসন। ১০২টি টেস্ট খেলা বোথাম ২৭ বার পাঁচ উইকেট পান। ভারতের তারকা স্পিনার অশ্বিন ৭০ টেস্টে ২৭ বার পাঁচ উইকেট নিয়েছেন।
টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেয়া বোলারদের তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ২০১০ সালে টেস্টকে বিদায় জানানো মুরালিধরন ১৩৩ টেস্টে ৬৭ বার পাঁচ উইকেট শিকার করেন।
তালিকার দুই এবং তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন এবং নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি। টেস্ট ইতিহাসে সর্বকালের সেরা লেগ স্পিনার ওয়ার্ন ১৪৫ টেস্টে ৩৭ বার পাঁচ উইকেট নেন। কিউই কিংবদন্তি পেসার হ্যাডলি ৮৬ টেস্টে ৩৬ বার পাঁচ উইকেট শিকার করেন।