Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘আমি বিশ্বাস করি সৌরভ টেস্ট ক্রিকেটকে মরতে দেবে না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০২:০২ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০২:০২ PM

bdmorning Image Preview


চার দিনের টেস্ট ক্রিকেট নিয়ে এবার মুখ খুললেন পাক সাবেক তারকা পেস বোলার শোয়েব আক্তার।আর এই ইস্যুতে তাঁর ভরসার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়!

শোয়েবের মতে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সায় ছাড়া চার দিনের টেস্ট চালু করতে পারবে না আইসিসি। আর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কখনই চার দিনের টেস্টের প্রস্তাবে সায় দেবেন না। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, “চার দিনের টেস্টের ভাবনা একেবারে জঘন্য। এতে কারও আগ্রহ দেখানো উচিত নয়। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বুদ্ধিমান ব্যক্তি। আমি বিশ্বাস করি সৌরভ এটা হতে দেবে না। টেস্টে ক্রিকেটকে মরে যেতে দেবে না সৌরভ।”

এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীররা চার দিনের টেস্টের বিরুদ্ধে মতামত দিয়েছেন। অজি ক্রিকেটারদের মধ্যে রিকি পন্টিং ও গ্লেন ম্যাকগ্রাও এর বিরোধী। বর্তমান ক্রিকেটারদের মধ্যে ভারত অধিনায়ক বিরাট কোহালিও চার দিনের টেস্টের বিরুদ্ধে মন্তব্য করেছেন। শোয়েব ভারতীয় বোর্ডের উপর ভরসা জানিয়ে বলেছেন, “বিসিসিআই যদি সম্মতি না দেয়, তবে আইসিসি চার দিনের টেস্ট চালু করতে পারবে না। আমি চাই পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত থেকে আরও বেশি করে এর প্রতিবাদ করা হোক। আমার দেশের কিংবদন্তি ক্রিকেটারদেরও মুখ খুলতে হবে।” 
 

Bootstrap Image Preview