Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শততম টেস্টের স্বাদ নিলেন টেইলর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০২:৫৩ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০২:৫৩ PM

bdmorning Image Preview


শততম টেস্ট খেলার আগে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন রস টেলর। ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন।

এই মাইলফলক স্পর্শ করার সময় সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে ছাড়িয়ে গেছেন টেলর। ১১১ টেস্ট খেলা ফ্লেমিংয়ের রান সাত হাজার ১৭২।

তাঁকে ছাড়িয়ে টেলর ৯৯ টেস্টে করেছেন সাত হাজার ১৭৫ রান, গড় ৪৫.৭০। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিডনি টেস্টে প্যাট কামিন্সের বলে বোল্ড হওয়ার আগে টেলরের ব্যাটে আসে ২২ রান।

এই রান করার পথে ফ্লেমিংয়ে টপকে যান ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের হয়ে সাদা পোশাকে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। 

সাবেক এই কিউই অধিনায়ক ১০১টি টেস্ট ম্যাচে করেন ছয় হাজার ৪৫৩ রান। তালিকার চতুর্থ স্থানে আছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। ৭৮টি টেস্টে তাঁর রান ছয় হাজার ৩৭৯ রান। তালিকার পঞ্চম স্থানে আছেন মার্টিন ক্রো (৭৭ টেস্টে ৫,৪৪৪ রান)।

Bootstrap Image Preview