Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পিসিবিকে কোন প্রস্তাব দেয়নি বিসিবি  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০৩:০১ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০৩:০১ PM

bdmorning Image Preview


পাকিস্তানের মাটিতে টেস্ট খলতে নারাজ বিসিবি। কিন্তু গতকাল ভারতীয়  সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রস্তাবকে অদ্ভূত বলে অ্যাখ্যা দিয়েছে পিসিবি।  প্রচার করেছে যে একটি টেস্ট পাকিস্তানে খেলে আরেকটি  ঢাকায় খেলতে চায় বাংলাদেশ। 

ভারতীয় মিডিয়ায় প্রচারিত খবরের সত্যতা নাকচ করে দিয়েছে বিসিবি। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী রোববার বলেন, পাকিস্তান সফর নিয়ে আগের অবস্থানেই আছি আমরা। সেখানে একটি টেস্ট খেলার প্রস্তাবের বিষয়ে কে বা কারা কী সংবাদ প্রচার করেছে তা জানি না। আমাদের অবস্থানের বাইরে আমরা কোনো সংবাদ আমলে নিতে পারি না।

উল্লেখ্য, পাকিস্তান সফরে তিনটি টি-২০ এবং দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। ১৮ জানুয়ারি থেকে সিরিজ শুরু হওয়ার কথা। তবে সেই সিরিজের ভবিষ্যত এখনও অন্ধকার। 

Bootstrap Image Preview