Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গেইল শূন্য রানেও আউট হয়েছে : স্পিনার তাইজুল ইসলাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০৩:১৯ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০৩:১৯ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী রয়্যালস। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচেই দলটির প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এরই মধ্যে চট্টগ্রাম শিবিরে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান

তিনি মনে করেন গেইল প্রতি ম্যাচেই সেঞ্চুরি করতে পারবেন না। এর আগে বিপিএলে শূন্য রানেও আউট আউট হয়েছেন গেইল। তাইজুল অবশ্য মেনে নিয়েছেন গেইল অনেক বড় মাপের ব্যাটসম্যান। তাই তাঁকে সম্মান করছেন তিনি।

এ প্রসঙ্গে তাইজুল বলেন, 'গেইলে এসেই যে প্রত্যেক ম্যাচে ১০০ মারবে তা কিন্তু না, গেইল শূন্য রানেও আউট হয়েছে। তারপরও বড় প্লেয়ার তাদেরকে অবশ্যই সম্মান করা উচিত। হয়তোবা সে যদি দাঁড়াই যে খেলা একরকম হবে, আর তাড়াতাড়ি আউট হলে অন্যরকম।'

চট্টগ্রামের হয়ে বিপিএল খেলতে সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় পা রেখেছেন গেইল। মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তাঁর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাজশাহী এবং চট্টগ্রাম আবারও মুখোমুখি হবে আগামী ১১ জানুয়ারি। গেইল বিপিএলের শেষ পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে থাকবে।

। তাই দলটিরকে সমীহের চোখেই দেখছেন রাজশাহী রয়্যালসের স্পিনার তাইজুল ইসলাম। 

তিনি মনে করেন গেইল প্রতি ম্যাচেই সেঞ্চুরি করতে পারবেন না। এর আগে বিপিএলে শূন্য রানেও আউট আউট হয়েছেন গেইল। তাইজুল অবশ্য মেনে নিয়েছেন গেইল অনেক বড় মাপের ব্যাটসম্যান। তাই তাঁকে সম্মান করছেন তিনি।

এ প্রসঙ্গে তাইজুল বলেন, 'গেইলে এসেই যে প্রত্যেক ম্যাচে ১০০ মারবে তা কিন্তু না, গেইল শূন্য রানেও আউট হয়েছে। তারপরও বড় প্লেয়ার তাদেরকে অবশ্যই সম্মান করা উচিত। হয়তোবা সে যদি দাঁড়াই যে খেলা একরকম হবে, আর তাড়াতাড়ি আউট হলে অন্যরকম।'

চট্টগ্রামের হয়ে বিপিএল খেলতে সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় পা রেখেছেন গেইল। মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তাঁর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাজশাহী এবং চট্টগ্রাম আবারও মুখোমুখি হবে আগামী ১১ জানুয়ারি। গেইল বিপিএলের শেষ পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে থাকবে।

Bootstrap Image Preview