Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাশরাফিদের বোলিং কোচ হতে পারেন ওটিস গিবসন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০৪:২৬ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০৪:২৬ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সদ্য সাবেক প্রধান কোচ  ওটিস গিবসন এখন বিপিএল দল কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসেবে বাংলাদেশে এসেছেন।এখানেই শেষ নয়,ক্যারিবিয়ান এই সাবেক খেলোয়াড় মাশরাফি ও মোস্তাফিজদের কোচ হতে আগ্রহী। তার সঙ্গে বিসিবি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে গিবসন নিজেই জানিয়েছেন।

টাইগাদের কোচ হওয়ার প্রসঙ্গে গিবসন বলেন, 'জানতাম, প্রশ্নটি আসবে। আলোচনা চলছে, অবশ্যই চলছে। এটা আমি অস্বীকার করব না। তবে চূড়ান্ত কিছু হওয়া এখনও অনেক অনেক দূর। দেখি কী হয়। অবশ্যই আমি ক্রিকেট ভালোবাসি এবং পেস বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব।' 

যেহেতু মাশরাফিদের পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট চুক্তি শেষ না হওয়ায় আগেই চুক্তি শেষ করেছেন।তাই বিসিবি এখন নতুন কাউকে ভাবছেন কোচ হিসাবে নিয়োগ দেওয়ার জন্য। 

Bootstrap Image Preview