Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পরিচালনায় বাংলাদেশী দুই আম্পায়ার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ১০:৩৭ AM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ১০:৩৭ AM

bdmorning Image Preview


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর বসছে দক্ষিণ আফ্রিকায়। যুবাদের সবচেয়ে বড় এই ক্রিকেট যজ্ঞে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার শরিফুদৌল্লাহ ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল।

এবারই প্রথমবারের মতো আইসিসির কোনো আসরে বাংলাদেশের দুজন আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন। দায়িত্ব কাঁধে নিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন সৈকত ও মুকুল।

যুব বিশ্বকাপের প্রথম রাউন্ডে মুকুল, সৈকত দুজনই পাঁচটি করে ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ১২ জানুয়ারি পাকিস্তান-নাইজেরিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপে আম্পায়ারিং শুরু করবেন সৈকত।

১৩ জানুয়ারি জাপান-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন মুকুল। ভারত-নিউজিল্যান্ডের মতো বড় ম্যাচেও মাঠের আম্পায়ার হিসেবে কাজ করবেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই আম্পায়ার।

বিশ্ব ক্রিকেটে নিজেদের সমীহ জাগানিয়া দল হিসেবে প্রতিষ্ঠিত করলেও আম্পায়ারিংয়ের দিক থেকে এখনও বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের কোনো আম্পায়ার। 

Bootstrap Image Preview