মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলা। তার আগে আজ (সোমবার) বিকেল ৩টায় ছিল দলের অনুশীলন। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ মাঠে আসলেন ঘড়ির কাঁটা দুপুর ২টা ছোঁয়ার আগেই। বিসিবি একাডেমি ভবন থেকে স্থানীয় ফিজিও বায়জিদের সাথে কথা বলেই সোজা ঢুকলেন শেরে বাংলা একাডেমি মাঠে।
শরীরি অভিব্যক্তি, হাঁটা চলা পুরোপুুরি স্বাভাবিক। দেখে মনে হলো খেলার জন্য শতভাগ প্রস্তুত রিয়াদ। কিন্তু খেলবেনই- এমন নিশ্চয়তা নেই। যখন জানতে চাওয়া হলো খেলতে পারবেন কি না?- তখন নেতিবাচক উত্তর না আসলেও নিশ্চয়তা মেলেনি। পাশে দাড়ানো স্থানীয় ফিজিও বায়জিদের সঙ্গে আলাপে মাহমুদউল্লাহ রিয়াদের কথা, ‘ঠিক নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমার তরফ থেকে সমস্যা নেই। তবে সবুজ সংকেত দরকার। গ্রিন সিগন্যাল না পেলে মাঠে নামা হবে না।’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিয়মিত অধিনায়ক কার সবুজ সংকেতের কথা বুঝিয়েছেন? খোঁজ নিয়ে জানা গেল মাহমুদউল্লাহ আসলে জাতীয় দলের বর্তমান ফিজিও জুলিয়ান ক্যালেফেতোর সবুজ সংকেতের অপেক্ষায়। তার কাছ থেকে পূর্ণ সংকেত পেলেই মঙ্গলবার খেলা হবে রিয়াদের।
সেটা নিশ্চিত হওয়া গেল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীর কথায়। সোমবার সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে ডাঃ দেবাশীষ চৌধুরী জানান, ‘জাতীয় দলের ফিজিওর তরফ থেকে কোন সমস্যা নেই। ফিজিও ইজ ওকে। এখন ট্রেইনার (জুলিয়ান ক্যালেফেতো) হ্যাঁ বললে আমাদের তরফ থেকে কোনো বাঁধা নেই।’
বিসিবি প্রধান চিকিৎসকের এমন বক্তব্যের পর আর বুঝতে বাকি থাকে না, মাহমুদউল্লাহ রিয়াদের হ্যামস্ট্রিং ইনজুরি ভালোর দিকে। এখন ট্রেইনারের সবুজ সংকেতের অপেক্ষা।
এদিকে নিয়মিত অধিনায়ক রিয়াদকে ছাড়াও ভালোই এগুচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাজশাহী রয়্যালসের সঙ্গে সমান ১০ ম্যাচে ৭টি করে জিতে পয়েন্ট তালিকায় যৌথভাবে সবার ওপরে থাকা চট্টগ্রামের হয়ে মাত্র ৩টি ম্যাচ খেলতে পেরেছেন রিয়াদ।
এর মধ্যে ঢাকা প্লাটুনের বিপক্ষে ১৮ ডিসেম্বর চট্টগ্রামে ২৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের নায়ক হওয়া ছাড়া বাকি দুই খেলায় রান করেছেন মোটে (২+১৫) ১৭ রান। অধিনায়কের অনুপস্থিতিতে ঠেকা কাজ খুব ভালভাবেই মিটিয়ে দিয়েছেন ইমরুল কায়েস।
সামনে থেকে নেতৃত্ব দিয়েই দলকে এতদুর টেনে নিয়েছেন বাঁহাতি ইমরুল। তারপরও মঙ্গলবার রাজশাহী রয়্যালসের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াদকে চায় চট্টগ্রাম শিবির। এ ম্যাচেই হয়তো মাঠে নামবেন টি-টোয়েন্টি ফরম্যাটের ভয়ঙ্কর ওপেনার ক্রিস গেইলও।