Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টম অ্যাবেলের কাছে সেরা নাঈম শেখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ১১:০৪ AM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ১১:০৪ AM

bdmorning Image Preview


নাঈম শেখকে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা ব্যাটসম্যান মনে করেন টম অ্যাবেল। নাঈমকে মনে ধরেছে ইংলিশ এই ক্রিকেটারের। এক আলাপে এমনটাই জানিয়েছেন রংপুর রেঞ্জার্সের হয়ে খেলা অ্যাবেল। 

রংপুর রেঞ্জার্সের টপ অর্ডারে নাঈম শেখ বড় ভুমিকা পালন করছেন। ১০ ম্যাচে করেছেন ৩৩৮ রান। এখন পর্যন্ত বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান। 

নাঈমের কাছ থেকে সামনের ম্যাচগুলোতেও এমন পারফরম্যান্স আশা করছেন অ্যাবেল। এ ছাড়া ভারত সফরে নাঈম যেভাবে খেলেছেন, সেটার প্রশংসা করেছেন ইংলিশ এই ব্যাটসম্যান।

অ্যাবেল বলেন, ‘নাঈম খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার। বিপিএলে এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান সে। ভারত সফরেও সে কিছু দারুণ ইনিংস খেলেছে। টপ অর্ডারে খুব ভালো করছে। আমাদের দলকে অনেক সাহায্য করছে সে।’ 

‘সে নিজের শক্তির জায়গাকে বেশি প্রাধান্য দেয়। আশা করছি সামনের ম্যাচগুলোতেও এমন পারফর্ম করবে। আশা করছি জাতীয় দলের হয়েও সে এমন ধারবাহিক পারফর্ম করবে এবং জায়গা পাকা করে নেবে।’ যোগ করেন অ্যাবেল। 

এবারই প্রথম বিপিএলে খেলতে এসেছেন টম অ্যাবেল। মুস্তাফিজ-তাসকিনদের দেখা হয়েছে খুব কাছ থেকে। দলের বোলারদের প্রসঙ্গে ইংলিশ এই ক্রিকেটার বলেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন কোয়ালিটি বোলার আছে। মুস্তাফিজ, তাসকিন শুরুতে ছন্দে ছিল না। এখন ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। এ ছাড়া মুগ্ধ আছে দলে। ওর গতি বেশ ভালো।’ 

Bootstrap Image Preview