Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের সেরা চারের লড়ায়ে যেতে পারে যে দলগুলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ১১:১১ AM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ১১:১১ AM

bdmorning Image Preview


ঢাকা-চট্টগ্রাম-সিলেট ঘুরে বিপিএল আবার ঢাকায় ফিরেছে। আজ মঙ্গলবার শুরু হচ্ছে এবারের আসরের শেষপর্ব। গ্রুপপর্বের ৩৪ ম্যাচ হয়ে গেছে, বাকি ৮ লড়াই। এরপর এলিমিনেটর-কোয়ালিফায়ার ঘুরে মিলবে শিরোপার মঞ্চ। দুদলের সেরা চার নিশ্চিত, বাকি দুদল কারা সেটি খোলাসা হতে আরও কয়েকদিন লাগবে।

আপাতত কেবল দুদলের শীর্ষ চার নিশ্চিত বলা যায়। বাকি দুটি জায়গার জন্য এখনও দৌড়ে আছে চার দল। সাত দলের আসরে কেবল সিলেট থান্ডারেরই টুর্নামেন্ট পাকাপাকিভাবে শেষ হয়ে গেছে।

গ্রুপপর্বে নিজেদের ১২ ম্যাচের ১১টি খেলে ফেলেছে সিলেট, এক জয়ের পিঠে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ১০ ম্যাচে। ২ পয়েন্ট নিয়ে স্বভাবতই টেবিলের তলানিতে তারা। গ্রুপপর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছে থান্ডাররাই।

দ্বিতীয় সর্বোচ্চ ১০টি করে ম্যাচ খেলেছে তিন দল। যার মধ্যে দুদলের সেরা চার নিশ্চিত বলা যায়। রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দশ ম্যাচে সমান ৭টি করে জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের উপরের দিকে আছে। এরমধ্যে রানরেটে এগিয়ে এক নম্বরে রাজশাহী, দুইয়ে চট্টগ্রাম।

রাজশাহী ও চট্টগ্রামের হাতে আছে গ্রুপপর্বের দুটি করে ম্যাচ। তাদের লক্ষ্য এখন জয়ের ধারা ধরে রাখা, এবং শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে কোয়ালিফায়ারে খেলা। নয়তো এলিমিনেটরের ঝামেলায় পড়তে হবে!

বাকি চার দল, যারা শীর্ষ চারে জায়গা করে নেয়ার দৌড়ে ভালোভাবেই আছে, তাদের মধ্যে তিনটি দল ৯ ম্যাচ করে খেলে ফেলেছে, ১০ ম্যাচ খেলেছে অন্য দলটি। সেই দলটি ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স। টানা চার হারে টুর্নামেন্ট শুরু করা রেঞ্জার্সরা শেষ কয়েক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৮ পয়েন্ট জমিয়ে আছে টেবিলের ছয়ে।

কাগজে-কলমে শীর্ষ চারের আশা থাকলেও রংপুর খুব একটা সুবিধাজনক অবস্থায় নাই। গ্রুপপর্বে তাদের বাকি দুই ম্যাচে জিততে তো হবেই, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকেও।

সেদিক থেকে ৯ ম্যাচে ১২ পয়েন্টে টেবিলের তিনে থাকা মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা প্লাটুন সবচেয়ে ভালো অবস্থায় আছে। তাদের রানরেটও ভালো। তামিম-মাশরাফীদের দল বাকি তিন ম্যাচের একটিতে জয় পেলেই সেরা চার নিশ্চিত করে ফেলবে। বাকি ম্যাচগুলোতে তারা এলিমিনেটর এড়িয়ে শীর্ষ দুই নিশ্চিত করার জন্য লড়তে পারবে।

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পরের সুবিধাজনক অবস্থানে আছে খুলনা টাইগার্স। টেবিলের চারে থাকা দলটির গ্রুপপর্বে বাকি তিন ম্যাচ। কেবল সেরা চারই নয়, সেরা দুইয়ের লড়াইয়েও তারা ভালোমতোই আছে।

কুমিল্লা ওয়ারিয়র্সের হাতেও তিন ম্যাচ আছে। তবে ৯ ম্যাচে তাদের নামের পাশে ৮ পয়েন্ট, আছে টেবিলের পাঁচে। খানিকটা নয়, বেশ খানিকটা বেকায়দায় তারা বলা যায়। তাদের একমাত্র লক্ষ্য হতে হবে হাতে থাকা সবকটি ম্যাচ জেতা, নয়ত সেরা চারের পথ আড়াল হয়ে যেতে পারে এক হারেই।

কুমিল্লা যদি সবকটি ম্যাচ জেতে, পয়েন্ট হবে ১৪। সে যাত্রা নিশ্চিতভাবেই অন্যদের জয়-পরাজয় ও পয়েন্ট টেবিলেও প্রভাব ফেলবে। সামনে হয়ত থাকবে আরও কিছু হিসাব-কেতাব, সবার আগে রানরেট।

মঙ্গলবার বিপিএলের শেষের ধাপ শুরুর আগে বলা যায়, শীর্ষ চার বা শীর্ষ দুই, সব লড়াইয়ের জন্য দলগুলো ভালো প্রতিযোগিতাতেই আছে। দর্শক খরা, কখনও রান খরার মাঝে এই পয়েন্ট টেবিল বলছে- টুর্নামেন্ট এখনও বেশ জীবন্তই!

Bootstrap Image Preview