Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পারফরম্যান্সে হতাশয় ডোবাচ্ছেন সাব্বির: গিবসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ১১:২৪ AM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ১১:২৪ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন সাব্বির রহমান। ৯টি ম্যাচ খেলে ফেললেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এই মারকুটে ব্যাটসম্যান। তাঁর পারফরম্যান্সে হতাশ কুমিল্লার কোচ ওটিস গিবসনও।

৯ ম্যাচ খেলে সাব্বিরের ব্যাট থেকে আসেনি একটি হাফ সেঞ্চুরিও। তিনি রান করেছেন মোটে ১৪২। গড়টাও সাব্বিরের নামের পাশে মানাচ্ছে না ১৫.৭৭। স্ট্রাইক রেটটাই কেবল তাঁর হয়ে কথা বলছে (১০০)।

বিপিএলে সাব্বিরের এমন ব্যর্থতার কারণ নেই গিবসনের কাছে। তিনি জানিয়েছেন, সাব্বির অনুশীলনে খুব মনোযোগী। মাঠে নামার পরই সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে তাঁর। গিবসনের মতে সাব্বিরের চিন্তা ভাবনায় স্বাচ্ছন্দ্যের ঘাটতি আছে।

এ প্রসঙ্গে গিবসন বলেন, 'জানি না আমি (সাব্বির কেন ব্যর্থ হচ্ছে)। অনুশীলন তো খুব ভালোই করে। কিন্তু মাঠে নামার পর…আমার মনে হয়, কখনও কখনও তা চিন্তা-ভাবনার স্বচ্ছতায় ঘাটতি থেকে যায়। কখনও কখনও যথেষ্ট গভীরভাবে ভাবতে পারে না। যে শট সে খেলতে পারে, সেটি খেলার জন্য নিজেকে পর্যাপ্ত সময় সে অনেক সময় দেয় না।'

সাব্বির নিজেও তাঁর পারফরম্যান্স নিয়ে হতাশ এমনটাই বিশ্বাস গিবসনের। সাব্বিরের আরও ভালো করার সামর্থ্য আছে। সেই বিশ্বাসের কথা জানিয়ে গিবসন বলেছেন,  আমাদের জন্য অবশ্যই এটি হতাশার। তবে আমি নিশ্চিত, সে নিজেও হতাশ। সে জাতীয় ক্রিকেটার। সে জানে, এই টুর্নামেন্টে যেমন করেছে, এর চেয়ে ভালো করার সামর্থ্য তার আছে।”

Bootstrap Image Preview