Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আল-আমিন,মোস্তাফিজদের বোলিং কোচ হচ্ছেন গিবসন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ১১:২৮ AM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ১১:২৮ AM

bdmorning Image Preview


চার্লস ল্যাঙ্গাভেল্ট ছাড়পত্র নিয়ে চলে গেছেন নিজ দেশের হয়ে কাজ করতে। বেশ কয়েকদিন ধরেই নতুন পেস বোলিং কোচ খুঁজছে বিসিবি। বোর্ডের পছন্দের তালিকায় আছেন বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হয়ে আসা ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন। এ ক্যারিবিয়ান জানালেন, বিসিবির সঙ্গে আলোচনা চলছে।

‘আমি জানতাম, প্রশ্নটি আসবে। আলোচনা চলছে (বিসিবির সঙ্গে), অবশ্যই চলছে। এটা অস্বীকার করব না। চূড়ান্ত কিছু হওয়া এখনও অনেক অনেক দূর। তবে আলোচনা চলছে।’

‘দেখি কী হয়, অবশ্যই আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, অবশ্যই সুযোগটি নিতে চাইব।’

‘কিছু ক্রিকেটারকে এরমধ্যেই চিনতে পেরেছি। আল-আমিন আছে আমাদের দলে, সে জাতীয় দলের পেসার। একটা সম্পর্ক তাই গড়ে উঠেছে। নিজেও ক্রিকেটার ছিলাম, ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক কীভাবে গড়ে তুলতে হয় জানা আছে আমার। এখানে এসে তরুণ পেসারদের, এমনকি অভিজ্ঞদেরও কিছু শেখাতে আমার সমস্যা নেই।’ বলেন গিবসন।

গিবসনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার প্রধান কোচ ছিলেন। তার অধীনেই ২০১২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে উইন্ডিজ। গেইলদের প্রধান কোচ হওয়ার আগে ইংল্যান্ডের পেস বোলিং কোচ ছিলেন তিনি।

Bootstrap Image Preview