Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়াটসন যোগ দেয়ার ভাগ্য বদলেছে রংপুরের: অ্যাবেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ১১:৩৫ AM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ১১:৩৫ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলের শুরুটা ভালো হয়নি রংপুর রেঞ্জার্সের। প্রথম চার ম্যাচে হারের পর জয়ের দেখা পায় রংপুর। দলের বাজে অবস্থায় স্কোয়াডে যোগ দেন শেন ওয়াটসন। অজি এই ক্রিকেটারের নেতৃত্বে প্রথম ম্যাচে হারলেও পরের ৪ ম্যাচে ৩টিতে জয় পেয়েছে রেঞ্জার্সরা।

টুর্নামেন্টের মাঝপথে এসে ছন্দ খুঁজে পেয়েছে রংপুর। ১০ ম্যাচে ৪টিতে জিতে টেবিলের ষষ্ঠ স্থানে এখন রেঞ্জার্সরা। প্লে-অফে খেলার আশা শেষ হয়ে যায়নি তাদের। হাতে থাকা দুটি ম্যাচে জিতলে আশা বেঁচে থাকবে ওয়াটসনবাহিনীর। সেই সঙ্গে চেয়ে থাকতে হবে বাকি দলগুলোর ফলাফলের দিকে।

রংপুরের ক্রিকেটার টম অ্যাবেলের মতে শেন ওয়াটসন যোগ দেয়ার পরই ভাগ্য বদলেছে রংপুরের। দলের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রেখেছেন অজি এই ক্রিকেটার। সেই সঙ্গে ওয়াটসনের অভিজ্ঞতা অনেক কাজে আসছে রংপুর শিবিরের জন্য।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে অ্যাবেল বলেন, ‘ওয়াটসন টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে তার অনেক নাম রয়েছে। একটা দলের আত্মবিশ্বাস বাড়াতে এটা অনেক বড় ভূমিকা পালন করে।’ 

‘রংপুরকে নেতৃত্ব দিচ্ছে সে। তার অধীনে তিনটি ম্যাচ জিতেছি। মাঝপথে ছন্দ খুঁজে পেয়েছি আমরা। টপ অর্ডারে তার অভিজ্ঞতা অনেক কাজে আসছে। ওয়াটসন আসার পর আমাদের ভাগ্য বদলেছে।’ অ্যাবেল আরও যোগ করেন।

এবারই প্রথম বিপিএলে খেলতে এসেছেন টম অ্যাবেল। ইংলিশ এই ক্রিকেটার উপভোগ করছেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিপিএল থেকে অনেক কিছু শিখছেন বলে জানিয়েছেন আবেল। 

অ্যাবেল আরও বলেন, ‘শুরুর দিকে দল ভালো করেনি। যা হতাশাজনক ছিলো আমাদের জন্য। কিন্তু মাঝ পথে এসে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করছি পরের দুটি ম্যাচেই জিততে পারব।’ 

Bootstrap Image Preview