দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টের চতুর্থ দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে সফরকারী ইংল্যান্ড। ম্যাচটিতে জয়ের জন্য প্রোটিয়াদের ৮ উইকেট তুলে নিতে হবে জো রুটের দলকে। আর দক্ষিণ আফ্রিকার জয় পেতে এখনও প্রয়োজন ৩১২ রান। চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান।
দিনের শুরুতে ৪ উইকেটে ২১৮ রান নিয়ে ব্যাট করতে নামে জো রুটের ইংল্যান্ড। ৮৫ রানে অপরাজিত থাকা ওপেনার ডম সিবলি দারুণ ব্যাট করে তুলে নেন নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরি। ৩১১ বল খেলে ১৩৩ রানে অপরাজিত থাকেন ২৪ বছর বয়সী এই ডানহাতি।
পরবর্তীতে ৮ উইকেট ৩৯১ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে ৪৩৮ রানের বিশাল লক্ষ্য নির্ধারিত হয়। সিবলি ছাড়াও দারুণ ব্যাট করেছেন অধিনায়ক জো রুট এবং অলরাউন্ডার বেন স্টোকস। রুট ৬১ ও স্টোকস ৭২ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬১ রান খরচায় ৩ উইকেট নেন অ্যানরিক নর্টজে। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা এবং কেশব মহারাজ।
৪৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭১ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই প্রোটিয়া ওপেনার পিটার মালান এবং ডিন এলগার। ৩৪ রান করা এলগারকে জস বাটলারের হাতে ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন জো ডেনলি। এরপর দিনের শেষ দিকে দলীয় ১২৩ রানের মাথায় জুবায়ের হামজাকে আউট করেন জেমস অ্যান্ডারসন।
পরবর্তীতে নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা কেশব মহারাজকে সঙ্গে নিয়ে দিন শেষ করেন ওপেনার মালান। দিন শেষে ৬৩ রানে অপরাজিত আছেন তিনি। তাঁর সঙ্গী মহারাজের সংগ্রহ ২ রান।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে ২৬৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। সর্বোচ্চ ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন ওলি পোপ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা ৩টি এবং ভারনন ফিল্যান্ডার, অ্যানরিক নর্টজে ও ডুয়াইন প্রিটোরিয়াস ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকাও। জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২৩ রানে অলআউট হয় স্বাগতিকদার। মাত্র ৪০ রানে ৫ উইকেট শিকার করেন অ্যান্ডারসন। যেখানে ২টি করে উইকেট নেন স্যাম কারান এবং স্টুয়ার্ট ব্রড। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪৬ রানে এগিয়ে থেকে এরপর ব্যাট করার সুযোগ পায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৬৯/১০ (৯১.৫ ওভার) (পোপ ৬১*, স্টোকস ৪৭; ফিল্যান্ডার ২/৪৬, প্রিটোরিয়াস ২/২৬)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ২১৫/৮ (৮৪.৪ ওভার) (এলগার ৮৮, ডুসেন ৬৮; অ্যান্ডারসন ৩/৩৪, ব্রড ২/৩৬)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ৩৯১/৮ (ডিক্লে) (১১১ ওভার) (সিবলি ১৩৩*, স্টোকস ৭২; নর্টজে ৩/৬১, রাবাদা ২/৬৯)
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসঃ ১২৬/২ (৫৬ ওভার) (মালান ৬৩*, এলগার ৩৪; অ্যান্ডারসন ১/১৮, ডেনলি ১/২৬)