Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন নজরুল-জুঁই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ০৪:৪৭ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


প্রয়োজক ও ব্যবসায়ী নজরুল ইসলাম রাজকে বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইসরাত জাহান জুঁই। প্রায় একবছর আগে পারিবারিকভাবে বিয়ে রেজিস্ট্রেশন করেন তারা।

বিয়ের কথা জানিয়ে জুঁই বলেন, ‘নরসিংদীতে আমার গ্রামের বাড়িতে ঘরোয়া পরিবেশে দুই পরিবারের সদস্যদের নিয়ে এক বছর আগে কাবিন হয়ছে। তবে আনুষ্ঠানিকতা হয়নি। পরে ঢাকায় দুই পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা হয়নি, রিসেপশনে নিশ্চই সবাইকে আমন্ত্রণ জানাবো।‘

তিনি আরো বলেন, ‘দুই পরিবারের সিদ্ধান্তে এমনটি হয়েছে। বিয়ের বিষয়টি ফলাও করে প্রচার হোক, দুই পরিবারের কেউই তা চাননি। তবে ভক্তদের একটা জানার আগ্রহ থাকে শিল্পীদের জীবন নিয়ে। সে বিষয়টি ভেবে বিয়ের বিষয়টি সামনে আনা হয়েছে।‘

Bootstrap Image Preview