Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে সানি লিওনের সঙ্গে তুলনা করায় আটক স্বামী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ০৫:০২ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ০৫:০২ PM

bdmorning Image Preview


স্বামী-স্ত্রীর দাম্পত্য কহলের জেরে সংসারে নেমে এসেছিলো অশান্তি। স্বামীর উগ্র স্বভাব সহ্য করেও সংসার করে যাচ্ছিলেন স্ত্রী। কিন্তু তাকে বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনের সঙ্গে তুলনা করায় ক্ষেপে যান স্ত্রী। এই অপমান সহ্য করতে না পেরে স্বামীর বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ আনেন তিনি। আর তাতেই স্বামীকে আটক করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। জানা যায়, ২০০৮ সালে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তারপর তারা কাজের জন্য চলে আসেন পুনেতে। প্রায়ই ঝগড়া হতো। বদমেজাজি স্বামীর এই স্বভাবে বিরক্ত হয়ে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি ফিরে যান ওই নারী।

ছয় মাস পর স্বামীর অনুরোধে ফিরে আসেন স্ত্রী। কিন্তু তারপরও স্বামীর আচরণ বদলায়নি। সম্প্রতি মিউজিক কম্পোজিশনের জন্য স্বামীর কাছে টাকা চান ওই নারী। তখনই তাকে সানি লিওনের সঙ্গে তুলনা করে বলেন, সানি লিওন তাও শরীর বিক্রি করে টাকা আয় করে, তুমি তো তাও পার না।

স্বামীর এই ধরণের অপমানে ধৈর্যের বাধ ভাঙে স্ত্রীর। তিনি অভিযোগ করেন পুলিশে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Bootstrap Image Preview