ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছে মোহাম্মদ সোলায়মান (৭০) নামে এক ব্যক্তির। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, উপজেলার বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোলায়মান ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন। ভোরের ওই সময়ে সড়কে একটি হাতির সামনে পড়েন তিনি। হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে আছাড় মারলে মারা যান সোলায়মান।
বিষয়টি নিশ্চিত করেছেন সোলায়মানের জামাতা এরশাদ আলী। তিনি বলেন, ‘ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে হাতির আক্রমণে আমার শ্বশুর নিহত হন।’
এদিকে প্রতিনিয়ত হাতির আক্রমণে জানমালের ক্ষতি হচ্ছে জানিয়ে স্থানীয় বটতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী বলেন, ‘আমরা অনেকটা অসহায় হয়ে পড়েছি।’