হাঁটুর ইনজুরির কারণ চলতি বঙ্গবন্ধু বিপিএল থেকে ছিটকে গেলেন পাকিস্তানি দলের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।বিপিএলে তিনি ঢাকা প্লাটুনের হয়ে খেলছিলেন।
আফ্রিদির হাঁটুর চোট নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ভুগেছেন তিনি। চলতি বিপিএলে পুরনো চোট মাথা চাড়া দিয়ে ওঠে তাঁর।
চলতি বিপিএলে বিপিএলে ৬ ম্যাচ খেলেছেন আফ্রিদি। যদিও আশানুরূপ পারফর্ম করতে পারেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। চয় ম্যাচে ২টি উইকেট ও ৩৯ রান করেন আফ্রিদি। এর মধ্যেই দুই ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি তিনি।
এদিকে আফ্রিদি না ফিরলেও স্কোয়াডে আরও দুজন পাকিস্তানি ক্রিকেটারকে যোগ করেছে ঢাকা। সিলেট পর্বে আহমেদ শেহজাদ এবং ফাহিম আশরাফ যোগ দিয়েছেন ঢাকা শিবিরে।