Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ০৮:৫৫ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


একাত্তর টিভির খুলনা ব্যুারো প্রধান রকিব উদ্দিন পান্নু ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এম.জি কিবরিয়া চৌধুরীকে গ্রেফতারসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় নোয়াখালী প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে মাইজদী শহরে বিক্ষোভ সমাবেশ করে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, বখতিয়ার শিকদার, নাসির উদ্দীন বাদল, মীর মোশারফ হোসেন মিরন, মেজবাউল হক মিঠু, লিয়াকত আলী খান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান,মাহবুব রহমান, আকাশ মো.জসিম, তাজুল ইসলাম মানিক ভূঞা, মোহাম্মদ সোহেল প্রমূখ।

বক্তারা বলেন, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এম.জি কিবরিয়া চৌধুরীকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে এবং একাত্তর টিভির খুলনা ব্যুারো প্রধান রকিব উদ্দিন পান্নুকে পুলিশ হাতকড়া পড়িয়ে টেনে-হিছঁড়ে অপমানিত করেছে। যাতে করে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা হরণ হয়েছে। অবিলম্বে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারসহ বিচারের দাবি জানানো হয়।

Bootstrap Image Preview