Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্কিন ঘাটিতে ইরানের হামলা নিয়ে যা বললেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ১০:২৯ AM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ১০:২৯ AM

bdmorning Image Preview


ইরাকে অবস্থিত দুই মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট  ট্রাম্প লেখেন, ‘সবকিছু ঠিক আছে! ইরান থেকে ইরাকে অবস্থিত দুই ঘাঁটিতে মিসাইল ছোড়া হয়েছে। এখন হতাহত ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। এ পর্যন্ত সব ঠিকই আছে! আমাদের বিশ্বের যেকোনো জায়গায় সবচেয়ে শক্তিশালী এবং সজ্জিত সামরিক বাহিনী রয়েছে! কাল সকালে আমি একটি বিবৃতি দিচ্ছি।’

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়,গতকাল মঙ্গলবার রাতে ইরাকের আল-আসাদ ও ইরবিলে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছুই জানায়নি দেশটি।

এদিকে এ হামলার কথা স্বীকার করেছে ইরানও। ইরানের রেভল্যুশনারি গার্ডের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় প্রেসটিভি এক টুইট বার্তায় জানিয়েছে, একটি মার্কিন বিমানঘাঁটিতে ১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদি যুক্তরাষ্ট্র ফের কোনো হামলা চালায়, তবে আরও কঠোর প্রত্যাঘাত করা হবে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরানিরা এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এরই ধারাবাহিকতায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

Bootstrap Image Preview